
সিলেটের সালুটিকর এলাকা থেকে চাঁদাবাজ তুহিনকে আটক করেছে র্যাব-৯।
আটক তুহিন মহানগর পুলিশের এয়ারপাের্ট থানাধীন হাজীপাড়া গ্রামের মো. আলম মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-৯’র সূত্র জানায়, গতকাল ১৬ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট কোম্পানি) এর একটি আভিযানিক দল অপারেশন অফিসার এএসপি এ. কে. এম কামরুজ্জামান এর নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে তুহিনকে আটক করা হয়।
তার বিরুদ্ধে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানায় এফ আই আর নং. ৪৭/৩৪৪ তারিখ-১৯/১১/২০২০ ইং, ধারাঃ-১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।