
মহান বিজয় দিবস ও বিজয়ের ৪৯বছরে সিলেট নগরীতে পতাকা র্যালি করেছে মারকাযুল কোরআন সিলেট।
বুধবার সকাল ৯টায় মাদ্রাসার প্রধান ফটক থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায়নগর রাজবাড়ী পয়েন্টে এসে ৭১’র বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে মিলিত হয়।
মাদরাসার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালীতে উপস্থিত ছিলেন রায়নগর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এডভোকেট আতিকুর রহমান সাবু, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মফজ্জিল আলী,জনাব মাহবুব আলম এলু, ওলীউর রহমান ওলী, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই আল-হাদী, মাদরাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ আলী, ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন রুমন, ছাত্রনেতা ইউসুফ আল আজাদসহ মাদরাসার শতাধিক শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহণ করেন।