
মহান বিজয় দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৭১’র বীর শহীদদের স্মরণ করেছে সিলেট মহানগর যুবলীগ।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারসহ ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফেরাত কামনা করেন।