আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:০৮

ধোপাদীঘিরপাড় থেকে ৪ জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২০, ০২:৪৮ অপরাহ্ণ
ধোপাদীঘিরপাড় থেকে ৪ জুয়াড়ি আটক

ধোপদীঘিরপাড় থেকে ৪ জুয়াড়ি আটক

সিলেট নগরীর বহুল আলোচিত ধোপাদিঘীরপাড়ে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-শাহপরান থানার খাদিমপাড়া এলাকার ধলইপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন ডালিম (৫৭), সিলেট কোতোয়ালী মডেল থানার বারুতখানা এলাকার উত্তরন-৪৭ নং বাসার মৃত সামছ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ (৪০), সিলেট কোতোয়ালী মডেল থানার বারুতখানা এলাকার উত্তরন-৩ নং বাসার মো. আলাউদ্দিন আহমেদের ছেলে মো. আশরাফুল আজাদ (৩০), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে তানভীর আহমেদ সাব্বির (১৮)। তানভীর আহমেদ সাব্বির বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার হাজীপাড়ার ১১ নং বাসায় বসবাস করছে।

মঙ্গরবার দুপুরে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ধোপদীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় তীর শিলং জুয়া খেলার নগদ ১১ হাজার ২৫ টাকা সহ ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ- ১১ হাজার ২৫ টাকা ও জুয়া খেলার জন্য ব্যবহৃত কাগজ (প্যাড) জব্দ করা হয়।

এদিকে, মো. হারিছ উদ্দিন ডালিম (৫৭), কোতোয়ালী মডেল থানায় এবং হোসাইন আহমদ (৪০) গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন:  গোয়াইনঘাটে আগুনে পুড়লো ৬টি দোকান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১