আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৩৫

বালাগঞ্জে পোকায় নষ্ট হচ্ছে বোরো জমি, হতাশ কৃষকরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২০, ০১:০২ অপরাহ্ণ
বালাগঞ্জে পোকায় নষ্ট হচ্ছে বোরো জমি, হতাশ কৃষকরা

পোকামাকড়ে বিরান ভূমিতে পরিনত হতে চলেছে সিলেটের বালাগঞ্জের বোরো জমি। কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় এ-ই অঞ্চলের কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

বালাগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে পোকার আক্রমণে বোরো বীজতলা বিরান ভূমিতে পরিণত হচ্ছে। পোকা দমনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না হতাশা বিরাজ করছে কৃষকদের মধ্যে।

চারা সংকটে লক্ষ্য মাত্রার অর্ধাংশ জমি অনাবাদি থাকার আশংকা দেখা দিয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বালাগঞ্জ বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন।

পরিদর্শন কালে তিনি বীজতলা সু রক্ষা চারার পরিচর্যায় স্থানীয় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিগনির্দেশনা প্রদান করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪৫০একর জমিতে বোরোধানের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকের চেয়ে বেশিই বীজতলা পোকার আক্রমণে ক্ষতি সাধিত হওয়ার আশংকা রয়েছে ।

সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি হাওরে বীজতলায় বোরো চারায় কালো ও সাদা রংয়ের পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ইতোমধ্যে কয়েক শত একর জমির চারা প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বালাগঞ্জ উপজেলার নলুয়া, মইছিড়ি, মাইজাইল হাওর, চাতল হাওর, পাটাচাতল, গোরাপুর হাওরসহ বিভিন্ন হাওরের অনেক বীজতলা বিরানভূমি হয়ে পড়েছে। এসব হাওরের অনেক কৃষকেরা নিরুপায় আবার নতুন করে বীজ বুনছেন। অথচ সাপ্তাহ খানেকের মধ্যেই চারা রোপণ শুরু করার উপযুক্ত সময় ছিল।

কৃষকরা জানিয়েছেন, অচেনা পোকার আক্রমণে তাদের বীজতলা চারা শূণ্য হয়ে পড়ায় নতুন করে বীজবপন করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়াও রোপণ প্রায় এক মাস পিছিয়ে পড়ছে। এরপরও বীজ সংকটের পাশাপাশি পুনরায় পোকার আক্রমণের আশঙ্কাও রয়েছে। এ নিয়ে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

এ-ই প্রতিবেদকের সাথে আলাপকালে কৃষকেরা জানান পোকার আক্রমণ শুরুর পর উপজেলা কৃষি অফিস সংশ্লিস্টদের জানানোর পর ও কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। প্রথমে গুরুত্ব দিয়ে বীজতলা সু রক্ষা ও চারা পরিচর্যায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করলে বীজতলা বিরান ভূমিতে পরিণত হত না অনেক দেরিতে মাঠে নেমেছেন কৃষি কর্মকর্তারা।

আরও পড়ুন:  কিশোরী শিপার 'হৃদয়ভেদী' 'সুইসাইড' নোটে কী লেখা ছিল?

এ দিকে কৃষকেরা আতংকিত না হয়ে বীজতলা সু রক্ষায় পোকা দমনে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বীজতলায় কীটনাশক প্রয়োগসহ প্রয়োজনীয় পরামর্শ গ্রহনের আহবান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১