
দ্বিতীয়বার লকডাউনের পথে হাঁটছে জার্মানি। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই রেকর্ড সংখ্যক মৃত্যু দেখছে দেশটি।
বড়দিন উপলক্ষে এই মহামারী নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই দ্বিতীয়বারের লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জার্মান সরকার।
মৃত্যু ও সংক্রমণের লাগাম টানতে তাই আগেভাগেই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। নতুন ও দ্বিতীয়বারের মতো এই বিধিনিষেধ আগামী বুধবার থেকেই দেশটির সব প্রদেশে কার্যকর হবে।
স্কুল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকবে। নতুন এই লকডাউন ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। খবর সিএনএন ও দ্য টেলিগ্রাফের।
জার্মানিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ২৭ জানুয়ারি। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলতি বছরের মার্চ মাসে প্রথমে কারফিউ এরপর জুনে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয়।
ইউরোপের অন্যান্য দেশের মতোই চলতি মাসের নতুন করে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে।
সামাজিক মিথস্ক্রিয়া বেড়ে যাওয়া ও বড়দিনের কেনাকাটা অন্যতম দায়ী বলে উল্লেখ করেছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ক্রিসমাসের কেনাকাটার সময় একে অপরের সংস্পর্শে আসায় ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে একটা পদক্ষেপ নেয়া জরুরি ছিল।
বিবিসি জানিয়েছে, জার্মানির ১৬টি স্টেটের নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত জার্মানিতে আরও ২০ হাজার ২শ’ জন সংক্রমিত হয়েছেন এবং ৩২১ জন মারা গেছেন।