আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:২৭

সালমান শাহ হত্যা মামলা: হবিগঞ্জে ভাইসহ বিএনপি নেতা গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০, ০৭:২৬ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলা: হবিগঞ্জে ভাইসহ বিএনপি নেতা গ্রেফতার

সারমান শাহ হত্যা মামলায় হবিগঞ্জে ভাইসহ বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রিহান উদ্দিন রায়হান সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা ও তার ছোট ভাই বিরাম উদ্দিন (৪৮)।

রবিবার (১৩ ডিসেম্বর) জয়নগর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, লোকড়া ইউনিয়নের জয়নগর গ্রামে হাঁসের খামারি সালমানকে ২১ অক্টোবর রাতে নদীর পাড়ে মারপিট করে তার নৌকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত সালমানকে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর কয়েকদিন পর নিহতের চাচা ইস্কান্দর ভান্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, রোববার জয়নগর গ্রাম থেকে দুই জনকে গ্রেফতারের পর রিহান উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার ভাই বিরাম উদ্দিনকে নিয়ে এ মামলার অন্য আসামি ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন:  নিজেদের স্বার্থের জন্য আমেরিকা ইস্যু তৈরি করে: সিলেটে ড. মোমেন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১