আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৪৮

হঠাৎ জিন্দাবাজারে র‍্যাবের অভিযান!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০, ০৮:৩৮ অপরাহ্ণ
হঠাৎ জিন্দাবাজারে র‍্যাবের অভিযান!

সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে হঠাৎ সন্ধ্যারাতে অভিযানে নেমেছে র‍্যাব-৯।

মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে মাস্ক পরিধান নিশ্চিতকরণে এই অভিযান চালানো হয়।

এসময় মাস্ক না পরার দায়ে ৭ ব্যক্তিকে জরিমানা করা হয়।

আজ রবিবার সন্ধ্যা ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, র‍্যাব-৯ এর একটি ভ্রাম্যমান আদালত রবিবার বিকেল ৫টার দিকে জিন্দাবাজার পয়েন্টে ঝটিকা অভিযান শুরু করে। এসময় মাস্ক না পরায় ৭ জনকে ৭শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

অভিযান শেষে তিনি বলেন, আমরা দেখেছি অনেকেই মাস্ক পরেন না। তাদেরকে সচেতন করতে আমরা অভিযান করছি। মূলত এটি একটি সচেতনতামূলক কর্মসূচি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে পথচারীদের মধ্যে র‍্যাব-৯ এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

আরও পড়ুন:  আংশিক সূর্যগ্রহণ ২৫ অক্টোবর: সিলেটে শুরু হবে যখন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১