
সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে হঠাৎ সন্ধ্যারাতে অভিযানে নেমেছে র্যাব-৯।
মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে মাস্ক পরিধান নিশ্চিতকরণে এই অভিযান চালানো হয়।
এসময় মাস্ক না পরার দায়ে ৭ ব্যক্তিকে জরিমানা করা হয়।
আজ রবিবার সন্ধ্যা ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, র্যাব-৯ এর একটি ভ্রাম্যমান আদালত রবিবার বিকেল ৫টার দিকে জিন্দাবাজার পয়েন্টে ঝটিকা অভিযান শুরু করে। এসময় মাস্ক না পরায় ৭ জনকে ৭শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
অভিযান শেষে তিনি বলেন, আমরা দেখেছি অনেকেই মাস্ক পরেন না। তাদেরকে সচেতন করতে আমরা অভিযান করছি। মূলত এটি একটি সচেতনতামূলক কর্মসূচি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে পথচারীদের মধ্যে র্যাব-৯ এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।