
ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব এর নব নির্বাচিত সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর সেক্রেটারি, সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মণ্ডলীর উপদেষ্টার মো. আব্দুর রহমান জামিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীন-স্বার্বভৌম রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ-ই ক্লাবটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ভূমিকা রাখবে।
নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি (প্রথম) মঈন উদ্দিন, সহ-সভাপতি এস সুটন সিংহ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য পদে ইউসুফ আলী, মাহমুদ হোসেন ও মিঠু দাস জয়।