
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা শায়খ জিয়া উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জমিয়ত ও হেফাজতের কেন্দ্রীয় মহসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর ইন্তেকালে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় শায়খ জিয়া উদ্দিন বলেন-আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে জাতি এক দরদী অভিভাবককে হারালো। তিনি আমৃত্যু বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তাঁর এই শুন্যস্থান কখনো পূরণ হবার নয়।