
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২দিন ব্যাপী কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচীর ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর, সোমবার শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সকাল ১০টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নিম্ন লিখিত কর্মসূচি গ্রহণ করেছে:সকাল ০৯.৩০ ঘটিকায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন।সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানসমূহে নিজ নিজ ব্যানারে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের আহ্বান জানান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড.লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।