
শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সিলেট অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।
এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫০২৪। এ মধ্যে সিলেট জেলায় ৮৭৫০, সুনামগঞ্জে ২৪৯১, হবিগঞ্জে ১৯৩১ ও মৌলভীবাজার জেলায় ১৮৫২ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৭৯৪ জন। এর মধ্যে সিলেটে ৮০৬৩, সুনামগঞ্জে ২৪২৯, হবিগঞ্জে ১৫৭৯ ও মৌলভীবাজারে ১৭২৩ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ ও হবিগঞ্জে ২ জন।