আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৩২

ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে সমস্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ
ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে সমস্যা

প্রযুক্তি বার্তা:: সমস্যা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, চ্যাটিং মাধ্যম ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই সমস্যা দেখা দিয়েছে বলে এর ব্যবহাকারীরা অভিযোগ করেছেন।

এদিকে অনেকে জানিয়েছেন, তারা কোনো পোস্ট করতে পারছেন না, আবার অনেকে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং ইউরোপের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ধরনের সমস্যায় পড়েছেন। ফেসবুকের মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম যুক্তরাজ্য এবং ইউরোপে ডাউন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।

এদিকে রাইজিংবিডির কাছে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশেও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। মেসেঞ্জারে চ্যাট করা বা লিংক শেয়ার করা যাচ্ছে না।

আরও পড়ুন:  সিকৃবির ১২ মাসি শিম উদ্ভাবন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১