
সিলেটের বার্তা ডেস্ক:: দেশবাসীর বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছাবার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন-বিজয়ের মাসে আজকের দিনটা আমদের জন্য আরেক বিজয়ের শুভদিন,আজ পদ্মা বিজয়ের দিন।জাতিকে মুক্তি সংগ্রামের মাধ্যমে বিজয় এনে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তাঁর তনয়া মানবতার মা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত বাধা মোকাবিলা করে আমাদের টাকায় গড়ে তুলেছেন আমাদের পদ্মা সেতু এবং সেই সাথে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় এই মাতৃভূমিকে তাই উনার প্রতি রইলো আন্তরিক অভিবাদন ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।