আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:১৭

রাতের আঁধারে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য, ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০, ০৭:২০ অপরাহ্ণ
রাতের আঁধারে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য, ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে

ছবি: সংগৃহিত

সিলেটের বার্তা ডেস্ক:: সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে কুষ্টিয়া প্রশাসন।

গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দেয়।

এ ঘটনায় তাৎক্ষণি মিছিল-মানবন্ধন কর্মসূচী পালন হয় জেলার বিভিন্ন স্থানে। এছাড়াও পুরো দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝর উঠেছে।

শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছে গত মাসে।

তিনি জানান, একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।

‘এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় সম্পন্নের পথে। হঠাৎ করে শনিবার রাতে দুর্বৃত্তরা এই ভাস্কর্যটির ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে।’

শনিবার সকালে এ ঘটনা জানাজানি হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে সকালে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন:  গৃহকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দিতে হবে: প্রধানমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০