
সুনামগঞ্জ প্রতিনিধি:: সিলেটের প্রবীণ সাংবাদিক ও দৈনিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদকে হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ চৌধুরী মুমতাজ আহমদকে হুমকি দাতা সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।
বিবৃতিদাতারা হচ্ছেন- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক বিশ্বজিত সেন পাপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত, সংস্কৃতি ক্রীড়া সম্পাদক রুজেল আহমেদ, কার্য নির্বাহী সদস্য মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, অরুণ চক্রবর্তী, হিমাদ্রি শেখর ভদ্র।
সম্মানিত সদস্য আল হেলাল, মাসুক মিয়া, সেলিম আহমেদ তালুকদার, মাহমুদুর রহমান তারেক, শাহাবুদ্দিন আহমেদ, শামসুল কাদির মিছবাহ, জসীম উদ্দিন, একে কুদরত পাশা, আশিকুর রহমান পীর, রাজন মাহবুব, শহীদ নুর আহমেদ, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, ফোয়াদ মনি, হাসান চৌধুরী, দেওয়ান তাছাদদুক রাজা ইমন, কর্ণ বাবু দাস।