আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৩৯

এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু বুধবার থেকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০, ০৭:৫৩ অপরাহ্ণ
এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু বুধবার থেকে

শিক্ষাঙ্গন বার্তা:: ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে আগামীকাল ২ নভেম্বর, বুধবার থেকে।

পরীক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে পারবেন।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে তার দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

রেজিস্ট্রেশন কার্ড নিতে আবেদন করা হলে সর্বশেষ স্বীকৃতি নবায়ন ও কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে। তা না হলে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে না।

আরও পড়ুন:  এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদ'র ইন্তেকাল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১