
সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সিলেটের ডাক্তার শফিকুর রহমান।
বিষয়টি তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পোস্ট করেছেন।
আজ সোমবার (৩০ নভেম্বর) ফেসবুক পোস্টে ডা. শফিক জানান, গত ৮ দিন ধরে শরীরে সামান্য পরিবর্তন লক্ষ্য করছিলাম। গতকাল (রোববার) কোভিড-১৯ টেস্টের জন্য সেম্পল দিয়েছিলাম। আজ (সোমবার) টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে।
উল্লেখ্য, শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১২ নভেম্বর তিনি জামায়াতের আমির নির্বাচিত হন।