আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৪৭

গরীবের কাঁচা ঘর পাকা করে দিল হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০, ০১:১৩ অপরাহ্ণ
গরীবের কাঁচা ঘর পাকা করে দিল হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন

জীবনের বার্তা:: আয়-রোজগার তেমন নেই। টানাপোড়েনের সংসার তার। দৈনন্দিন আয় দিয়েই কোনোরকম চলছে জীবনের চাঁকা।

ঝরাজীর্ণ, নড়বড়ে কাঁচাঘর। বৃষ্টির পানি মাথায় পড়ত। অত্যন্ত কষ্টের সাথে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।

অবশেষে তাঁর পাশে দাঁড়িয়ে, পাকা দিয়ে তার ঘর বানিয়ে দিয়ে মানবতার সেবায়, সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করল সিলেটের গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বাঘার হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন।

বাঘা ইউনিয়নে নলুয়া পশ্চিমপাড়া গ্রামে ওই পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয় সংগঠনটি।

হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ঘরটি শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, উপদেষ্ঠা ইব্রাহীম আলি ময়না মিয়া, উপদেষ্ঠা মাওলানা নুরুল ইসলাম জুয়েল, জেনারেল সেক্রেটারি মুফতি নুর মুহাম্মদ নিহাল, হুসাইন মাহমুদ, আরিফ বিল্লাহ, এম এ করীম তালুকদার, আব্দুল্লাহ আল মামুন সাজু, আরিয়ান রাহিন জসিম উদ্দিন, জাহিদ আহমেদ, রাজু আহমেদ প্রমুখ।

ঘর হস্তান্তরের সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফয়সাল মালেক ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জান্নাতুর রহমান ‘যারা এই অসহায় পরিবারের জন্য এগিয়ে এসেছেন, সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:  চৌহাট্রায় অস্ত্রধারী সেই যুবক স্বেচ্ছাসেবকলীগ নেতা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১