সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের রিকাবীবাজারে অবস্থিত আমানা ডেইরী সপ’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
নিয়মিত বাজার মনিটরিং ও পণ্যের মান নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে সিলেটের জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার রুজিনা আক্তার। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা তাকে সহায়তা করেন।
এসময় আশপাশের বিভিন্ন দোকানকেও সতর্ক করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার রুজিনা আক্তার জানান, এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।