
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে গাঁজাসহ এক কিশোরকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ধৃত নাঈম মিয়াঁ (১৬) কে উপজেলার ঘোষগাঁও খালপাড়ের আওয়াল মিয়ার বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা (দক্ষিণ) জোন কর্তৃক বুধবার (২৫ নমেম্বর)বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় আউয়াল মিয়া নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
মাদক উদ্ধার অভিযান প্রসঙ্গে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান জানান যে, সিলেট জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক উদ্ধারে জেলা গোয়েন্দা সংস্থা বিশেষ নজরদারি রাখছে।