আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫০

২৪ ঘন্টায় সিলেটের আরও ৪৩ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ১১:৩২ অপরাহ্ণ
২৪ ঘন্টায় সিলেটের আরও ৪৩ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা প্রতিবেদক:: ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সিলেটে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

বিভাগটিতে ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে গেছে।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে ৪২ জনই সিলেট জেলার বাসিন্দা আর মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪২১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৮২০ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ১৯৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৫৩৯ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৫৭ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৭০৯ জন।

করোনা আক্রান্ত ২৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।’

আরও পড়ুন:  গোয়াইনঘাটে কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০