আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০৪

গরুর কল্যাণের জন্য মধ্যপ্রদেশে ‘গরু মন্ত্রিসভা’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ০৯:৩৩ অপরাহ্ণ
গরুর কল্যাণের জন্য মধ্যপ্রদেশে ‘গরু মন্ত্রিসভা’

আন্তর্জাতিক বার্তা:: গরুর কল্যাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ভারতের মধ্যপ্রদেশে গঠন করা হয়েছে গরু মন্ত্রিসভা।

‘কাউ ক্যাবিনেট’ যার নাম দেয়া হয়েছে। গত সপ্তাহে এই মন্ত্রিসভা গঠন করা হয়।

দেশটির মধ্যপ্রদেশের ক্ষমতাসীন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিনব এই মন্ত্রিসভা রাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগ নিয়ে গঠিত হয়েছে।

ইতিমধ্যে ‘গরু মন্ত্রিসভার’ একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভ।

ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, গত রোববার আগার মালওয়া জেলায় অনুষ্ঠিত এক জনসভায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেছেন, মধ্যপ্রদেশ সরকার রাজ্যজুড়ে গরুর রক্ষণাবেক্ষণে অতিরিক্ত তহবিল তৈরির জন্য কর আরোপের পরিকল্পনা করছে।

তিনি বলেন, দক্ষ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় সরকার এসব গোশালা পরিচালনা করবে। এ জন্য প্রয়োজনে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে।

‘গো-মাতার (গরু) কল্যাণ ও গোশালা তৈরির জন্য সামান্য কর বসানো হবে। আমরা সকালে প্রথম রুটি গরুকে খাওয়াই এবং রাতে শেষ রুটি দিই কুকুরকে। তাই গরুর জন্য কিছু অর্থ মানুষের কাছ থেকে নেয়া হতে পারে।’

এর আগে ভার্চুয়াল এক বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কাউ কেবিনেটের সহকর্মীরা গরুভিত্তিক অর্থনীতি বৃদ্ধিতে রাজ্যজুড়ে একটি গবেষণাকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

এ সময় তিনি অপুষ্টি কমাতে বাচ্চাদের খাবারে গরুর দুধের সঙ্গে ডিমের প্রতিস্থাপনের ওপরও জোর দেন।

গত সপ্তাহে শিবরাজ সিং এক টুইটবার্তায় জানিয়েছিলেন, রাজ্যে গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণে ‘কাউ কেবিনেট’ গঠন করা হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে এই ‘কাউ কেবিনেটের’ অংশ।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৮৭৩ জনের মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১