আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪১

করোনায় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ০২:১৮ অপরাহ্ণ
করোনায় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রাচীণতম দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনিরুজ্জামান।

তিনি আজ মঙ্গলবার (২৪ নভেম্ব) সকাল পৌনে ৭টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুনীরুজ্জামান।

দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার (ক্রাইম) সাইফ বাবলু যুগান্তরকে বলেন, করোনা পজিটিভ হওয়ার পর মুনীরুজ্জামান মুগদা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। গতকাল হঠাৎ করে আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তিনি মারা যান।

তবে তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

মুনীরুজ্জামানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন তিনি। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন:  নতুন উপদেষ্টাদের কে কােন দপ্তরের দায়িত্ব পেলেন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১