আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৫৯

কাজিটুলায় নববধূ হত্যা: স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ১২:৪৭ অপরাহ্ণ
কাজিটুলায় নববধূ হত্যা: স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের বার্তা ডেস্ক:: নগরীর উত্তর কাজিটুলায় সৈয়দা তামান্না বেগম নামে নববধূ হত্যাকান্ডের ঘটনায় স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা (নং-৫৮) দায়ের করেন।

মামলায় নিহতের স্বামী মো. আল মামুনসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় মামুন ছাড়াও অন্য আসামিরা হলেন- এমরান, পরভীন, মা্হবুব সরকার, বিলকিস ও শাহনাজ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এখনও পলাতক রয়েছেন আল মামুনসহ অন্য আসামীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।

উল্লেখ্য, সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে সোমবার (২৩ নভ্ম্বের) দুপুর দেড়টায় দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।

আরও পড়ুন:  সিলেটের পলাতক ‘সুন্দরী’ ঢাকায় গ্রেফতার, ছিল ১০টি গ্রেফতারি পরোয়ানা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১