আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৪৩

দেশে বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০, ০৬:৪২ অপরাহ্ণ
দেশে বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে।

গত কয়েকদিনের আপডেট লক্ষ্য করলে দেখা যায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যেনো হঠাৎ বৃদ্ধি হতে শুরু করেছে।

গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মরণব্যধি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪১৯ জন।

বিষয়টি সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৪১৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন। নতুন ২৮ জন মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪১৬ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন:  বীর উত্তম সি আর দত্তের মৃত্যু, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১