
সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটে রবিবার (২২ নভেম্বর) নতুন করে আরও ১৭ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের উপস্থিতি।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে রবিবার (২২ নভেম্বর) তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটের বার্তাকে জানান, আজ ওসমানীর ল্যাবে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, শনাক্তদের মধ্যে ১৪ জনই সিলেট জেলার বসিন্দা। বকি তিন জেলায় একজন করে রয়েছেন বলেও জানান তিনি।