
সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ২৮ ডিসেম্বর সিলেট বিভাগের তিন উপজেলাসহ দেশের ২৫টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (২২ নভেম্বর) প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) এর সিনিয়র সচিব মো. আলমগীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
ইসি সচিব জানান, প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।