
প্রেসবার্তা:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ ফোরামের কো-চেয়ার মনোনীত হওয়ায় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ আজ গণমানুষের দলে পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এতে দেশের গণতন্ত্র ও সুশাসন আরও শক্তিশালী হবে।