
সিলেটের বার্তা প্রতিবেদক:: হেফাজতকে মাইনাস করে রাষ্ট্র পরিচালনার কথা না ভাবার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন হেফাজতের নেতারা।
আজ শনিবার (২১ নভেম্বর) সিলেট নগরের রেজিস্ট্রারী মাঠে ফ্রান্সে মহানবী সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সিলেট জেলা হেফাজতের প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
বক্তারা সিলেটে ভাস্কর্য কিংবা মূর্তি স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। অবিলম্বে তারা সরকারকে ফ্রান্সের এই দৃষ্টতার নিন্দা প্রস্তাব এর দাবি জানান।
হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সমাবেশে উপস্থিত রয়েছেন-হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা রশিদুর রহমান পীর সাহেব বরুণী, মাওলানা নুরুল ইসলাম খাঁন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, হেফাজতের কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ আমান, মাওলানা আব্দুল বছির, মাওলানা আউলিয়া হোসাইন, মুফতি মুজিবুর রহমান প্রমুখ।