আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:১৫

একদিনে সিলেটে আরও ২০ জন শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২০, ০১:০৭ পূর্বাহ্ণ
একদিনে সিলেটে আরও ২০ জন শনাক্ত

সিলেটের বার্তা প্রতিবেদক:: একদিনে সিলেট বিভাগে আরও ২০ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যাধি করোনা ভাইরাস এর উপস্থিতি।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের দুই ল্যাবে এদের করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৯ জন, সুনামগঞ্জ জেলার ৫ এবং হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন এবং হবিগঞ্জ জেলার ৬ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটের বার্তাকে জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত করা হয় ১৪ হাজার ৩০৫ জনকে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ১৭৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৮১৫ জন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৮ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে ১৩ হাজার ৮৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৪৪৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৮২ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৫২ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৭০৫ জন।

করোনা আক্রান্ত ৪০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজারে ২ জন।

আরও পড়ুন:  সিলেটে কুরবানীর জন্য প্রস্তুত দুই লাখ পশু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১