আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, ভোর ৫:২৮

ইউরোপে করোনায় প্রতি ১৭ সেকেন্ডে ১ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০, ০৬:০৭ অপরাহ্ণ
ইউরোপে করোনায় প্রতি ১৭ সেকেন্ডে ১ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে ইউরোপে প্রতি সেকেন্ডে মারা যাচ্ছেন ১ জন।

এমন তথ্য নিশ্চিহ্ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

এর আগে দু’সপ্তাহ পুরো মহাদেশে ২০ লাখ মানুষ কোভিড–আক্রান্ত হয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে তা কমে হয়েছিল ১৮ লাখে। তার ভিত্তিতেই এই সমীক্ষা করেছে হু।

ইউরোপে হু–র আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বললেন, ‘‌এখানে একটা সুখবর আছে, আবার তেমন সুখবর হয়তো নেইও। একটা ছোট সঙ্কেত, কিন্তু তাও তো সঙ্কেত।’

অক্টোবর থেকেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ইউরোপে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহেই ১৮ শতাংশ বেড়ে গিয়েছিল। হাসপাতালগুলো এখনো কোভিড রোগীতে পরিপূর্ণ। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ক্লুজ বলললেন, ফ্রান্সের হাসপাতালগুলো ৯৫ শতাংশ ভর্তি হয়ে গেছে। সুইজারল্যান্ডের কোনো হাসপাতালে আর একটাও জায়গা নেই।

আরও পড়ুন:  লন্ডনে করোনা কেড়ে নিল জগন্নাথপুরের দুই ভাইয়ের প্রাণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১