সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে সাবিয়া (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি বুধবার দিবাগত রাতে উপজেলার উপজেলার ফতেপুর ইনিয়নের উত্তর বাঘেরখাল(মুলকটিকর) এলাকার নিজ বাড়ি থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছ।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানা ওসি তদন্ত ওমর ফারুক বলেন এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে ঘটনা স্থলে পুলিশ টিম রয়েছে।