
সিলেটের বার্তা ডেস্ক:: ৩২ ঘন্টার পর বিদ্যুৎ পেয়েছেন সিলেটবাসী। আজ বুধবার রাত ৮টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
গত মঙ্গলবার ১১: ১০ মিনিটে সিলেট সদর উপজেলার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুরো সিলেটজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
বুধবার রাতে সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মুকাম্মেল হোসেন সিলেটের বার্তাকে বলেন-আমাদের সম্পূর্ণ কাজ শেষ। ১ ঘন্টা ট্রায়াল দেয়ার পর আমরা বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো।
বিদ্যুৎ সরবরাহের পর নগরজীবনে স্বস্তি ফিরে আসে।