আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৩৮

সিলেটের মোড়ে মোড়ে অভিযান: ৩৫২টি যানবাহন আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ
সিলেটের মোড়ে মোড়ে অভিযান: ৩৫২টি যানবাহন আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে ৩৫২টি যানবাহন আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

গত চারদিনের ধারাবাহিক অভিযানের ৪র্থ দিন সোমবার (১৬ নভেম্বর) আটক করা হয়েছে ৭২টি যানবাহন এবং প্রসিকিউশন দাখিল করা হয়েছে ৩৩টি।

এর মধ্যে ১৫টি নিবন্ধন সিএনজি অটোরিকশা, ৩১টি রেজিষ্ট্রেশন বিহীন ও কাগজপত্র বিহীন সিএনজি এবং ১৮টি মোটরসাইকেল, ২ টি প্রইভেট কার, ৬টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ সর্বমোট ৭৮টি গাড়ি ডাম্পিং করে ট্রাফিক পুলিশ।

জানা গেছে, সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে এসএমপির ট্রাফিক বিভাগ চতুর্থ দিনের মতো নগরীতে আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সুবিদবাজার পয়েন্ট, তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, চন্ড্রিপুল পয়েন্ট, আলমপুর, প্যারাইরচক, সুরমা বাইপাস, টিলাগড় পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এসময় রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ট্রাফিক পুলিশ এই অভিযান শুরু করে। এরপর ১২, ১৫ ও আজ সোমবার নগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:  প্রয়াত এমপি কয়েসের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে দোয়ার আহবান মহানগর আ.লীগের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১