আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:২৭

রায়হানের মাকে সিলেট জেলা পুলিশের অর্ধ লক্ষ টাকা প্রদান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০, ০৮:৪০ অপরাহ্ণ
রায়হানের মাকে সিলেট জেলা পুলিশের অর্ধ লক্ষ টাকা প্রদান

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহ রায়হান উদ্দিনের মা সালমা বেগমকে অর্ধ লক্ষ টাকা প্রদান করেছে সিলেট জেলা পুলিশ।

আজ রবিবার (১৫ নভেম্বর) জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জানা গেছে, রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান রায়হানের মা সালমা বেগম। সাথে রায়হানের চাচা ও মামাতো ভাই ছিলেন।

রায়হান হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত এসআই (বর্তমানে বরখাস্তকৃত) আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা বেগম।

রায়হান হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তার মাকে আশ্বস্ত করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। পরে জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে রায়হানের মাকে ৫০ হাজার টাকা এবং রায়হানের শিশু সন্তানের জন্য উপহারসামগ্রী প্রদান করা হয়।

এ সময় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  ফোনে করোনা আক্রান্ত সিলেটের নেতাকমীদের খোঁজ নিলেন নাহিদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১