
সিলেটের বার্তা প্রতিবেদক:: শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগে মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এই ২২ জনের শরীরে করোনা ধরা পড়েছে।
জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ১০ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হন। তন্মধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষায় ১১ জন রোগী পাওয়া যায়। এর মধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জিইবি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৫ জন। এ বিভাগে মারা গেছেন ২৩৮ জন।