আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৬

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি: লটারির মাধ্যমে দল পেলেন খেলোয়াররা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০, ১১:৫৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি: লটারির মাধ্যমে দল পেলেন খেলোয়াররা

খেলাধুলা বার্তা:: বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে লটারির মাধ্যমে দল পেয়েছেন খেলোয়াররা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৫ দলে মোট ৮০ জন ক্রিকেটার দলে জায়গা করে নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিযোগিতার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।

বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী এই পাঁচ দলের অংশ গ্রহণে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০। প্লেয়ার ড্রাফট শেষে অংশগ্রহণকারী দলগুলো চূড়ান্ত করেছে তাদের কোটা। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দল গঠন করেছে জেমকন খুলনা। তারা দলে ভিড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

প্রায় দুই ঘণ্টার প্লেয়ার্স ড্রাফট থেকে প্রতিটি দল ১৬ জন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ পায়।

প্লেয়ার ড্রাফট শেষে দলগুলো চূড়ান্ত তালিকা: জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরি রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।

আরও পড়ুন:  সিলেট সাব-রেজিস্ট্রার অফিসের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, সানজামুল ইসলাম।।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০