
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তীসহ তিনজন সহকারি কমিশনারকে বদলী করা হয়েছে।
জনস্বার্থে তাদেরকে বদলি করা হয়েছে এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফের জানান।
বদলি সূত্রে চট্টগ্রাম মীরসরাই সার্কেল থেকে আসা মো: সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, পিপিএম(বার)-কে কোতয়ালী থানার এসি, জালালাবাদ থানার এসি মো: মতিউর রহমানকে এসএমপি’র এসি (ভূমি ও উন্নয়ন) এবং কোতয়ালী থানার এসি নির্মলেন্দু চক্রবর্তীকে জালালাবাদ থানায় পদায়ন করা হয়েছে।
জানা যায়, গত ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকান্ডের পর ২২ অক্টোবর এসএমপি কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। ২৯ অক্টোবর এসএমপি’র নয়া কমিশনার হিসেবে যোগ দেন মো: নিশারুল আরিফ। তার যোগদানের ১০ দিনের মাথায় প্রথম এসএমপি’র এসি পর্যায়ের তিন কর্মকর্তাকে রদবদল ও পদায়ন করা হলো।