
সিলেটের বার্তা ডেস্ক:: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বৃহত্তর সোনারপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শুক্রবার (০৬ নভেম্বর) বাদ জুম্মা নগরীর শিবগঞ্জবাজার পয়েন্টে সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান।
আতিকুর রহমান নগরী ও আব্দুল্লাহ আরাফাতের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-জামিয়া হাতিমিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা দিলওয়ার বিন শফিক, মুজাম্মিল জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ, আব্দুল গণী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আকবর হোসেন চৌধুরী, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা নূর আহমদ কাসেমী, রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশরাফ উদ্দিন, ইসমাইল মাহমুদ সুজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানিয়ে সরকারকে ফ্রান্সের সাথে সব ধরণে সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
এবং আগামী ১৪ নভেম্বর সিলেট জেলা হেফাজতের প্রতিবাদ সমাবেশ সফল করারও আহবান জানান।
পরিশেষে মাওলানা নূরুল ইসলাম এর মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়্
ফ্রান্সে বিশ্বনবী সা.কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে নগরীর শিবগঞ্জবাজার পয়েন্টে বৃহত্তর সোনারপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে মোনাজাত করছেন সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম।