
সিলেটের বার্তা প্রতিবেদক:: দক্ষিণ সুরমার পিরোজপুরে ছিনিয়ে নিয়েছিল তারা তিনজনে মিলে একটি মোবাইল। প্রাণে বাঁচতে দৌড়াতে থাকে। মহাসড়কের পাশে জমিনেও পড়েছিল তারা। কিন্তু স্থানীয় জনতার জালে ধরা খেল ৩ ছিনতাইকারী।
আটককৃতরা হলেন-মাওনপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে বাবুল মিয়া(২৯), টিলাগড় সুরভী-১০ নম্বর বাসার বাসিন্দা কাঞ্চন মিয়ার ছেলে মাহফুজ (২৪) ও কবির মিয়ার ছেলে রুবেল (২৪)।
আজ মঙ্গলবার সকাল ১০টয় পিরোজপুর শাপলা গেইটের সামন থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় পুরান তেতলী বাইপাস থেকে হাতেনাতে আটক করেন স্থানীয় জনতা।
এসময় ছিনতাইকারীদের উত্তমমধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন।