
সিলেটের বার্তা প্রতিবেদক:: দীর্ঘ বিরতীর পর সিলেটে আবারও ফনা তুলতে শুরু করেছে মরণব্যধি করোনা ভাইরাস। মহামারী এই ভাইরাসটি গত ২৪ ঘন্টায় কেড়ে নিয়েছে দুইজনের প্রাণ।
শীতের আগমনের সাথে সাথে রূপ বদলাতে শুরু করেছে মহামারী এই ভাইরাসটি।
গতকাল রবিবার (০১ নভেম্বর) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের একজন সিলেটের এবং অন্যজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটে ৪২, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৪ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৭৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৭০৬, সুনামগঞ্জে ২৪০৮, হবিগঞ্জে ১৮২৯ ও মৌলভীবাজার জেলায় ১৭৯০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন। এর মধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন। এই ৩৫ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২২২৪ জন। এর মধ্যে সিলেটে ৬৬৯৪, সুনামগঞ্জে ২৩৪৩, হবিগঞ্জে ১৫১৯ ও মৌলভীবাজারে ১৬৬৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।