আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:০০

সিকৃবির সহকারী রেজিস্ট্রার তানিয়ার মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ
সিকৃবির সহকারী রেজিস্ট্রার তানিয়ার মৃত্যু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া। ফাইল ফটো

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া আর নেই।
গতকাল রবিবার (০১ নভেম্বর) তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সুহাসীনি দাস হলের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এদিকে গতরাতে শারমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার শোকপ্রকাশ করেছেন। সিকৃবি অফিসার পরিষদ শোকবার্তা প্রকাশ করেছে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। আজ ২ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এবছর করোনা মহামারি পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সহকারী রেজিস্ট্রারের মৃত্যুর খবর সিকৃবি ক্যাম্পাসের পরিবেশকে আরো ভারী করে তুলেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শোকপ্রকাশের জন্য কালোব্যাজ ধারন করে অফিস করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

আরও পড়ুন:  যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন বালাগঞ্জের আব্দুস সালাম

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১