
নুরুল ইসলাম জুয়েল, গোলাপগঞ্জ:: সিলেটের গোলাপগঞ্জের বাঘা থেকে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তাউসিফ ও আল আমিন নামের দুই শিশু নিখোঁজ হয়।
এ ঘটনায় তাদের পরিবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরিও করেন।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস। রবিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় পুকুরে মিলল শিশু দু’টির মরদেহ।
বাঘা রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাউসিফ উপজেলার রুস্তমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমানের ছেলে ও আল আল আমিন একই গ্রামের কবির মিয়ার ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শিশু তউসিফের পিতা ফয়জুর রহমান।
এর আগে, শনিবার বিকালে তারা বাড়ির পার্শ্ববর্তী রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মাছ শিকার দেখতে যায়। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় সম্ভাব্য অনেক জায়গাসহ পুকুরে জাল ফেলে খোঁজাখুজির পরও তাদের পাওয়া যায়নি। পরদিন সকাল ৯টার দিকে মসজিদের পুকুরে তাদের লাশ ভেসে উঠে।