
সিলেটের বার্তা ডেস্ক:: জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ৩ নভেম্বর মঙ্গলবার রক্তদান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
ওইদিন সকাল সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে রক্তদান ও বাদ যোহর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদের নিচতলায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হবে।
এতে স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্টদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ।