
নুরুল ইসলাম জুয়েল, গোলাপগঞ্জ:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে একইদিনে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজ দুই শিশুরা হলো- তাউফিফ আহমদ (৬) ও আলামিন (৫)।
আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।
যদি কেউ তাদের খুঁজ পান তাহলে নিচে উল্লেখিত দুটি নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান ( ০১৭১১-৯১২৩২১ ফয়জুর রহমান, ০১৭১২৭০২৩২১ বাছিতুর রহমান)।
এ ব্যাপারে নিখোঁজ দুই শিশুর অভিবাবকরা গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।