
ফ্রান্সে মহানবী সা.কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তৌহিদী জনতা।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ জামালগঞ্জ উপজেলার সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ ফেরী ঘাটে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জামালগঞ্জ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা নূর উদ্দিন’র সভাপতিত্বে ও মুহা.আলতাফুর রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন সাচনা বাজার মার্কাজ মসজিদের খতিব হাফিজ মাওলানা মফিজুর রহমান, তেলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফফার, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ।
উপস্থিত ছিলেন তেলিয়া হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, দক্ষিণ কামলাবাজ জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান আহমদ,জনাব মাসুক মিয়া,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,সাইফ উল্লাহ,সদর ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম সুহেল,নতুনপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ,বসুন্ধরা জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, রামপুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মফিজুর রহমান আলাল, মাওলানা আব্দুল্লাহ আলমগীর,হাফিজ আরিফুল ইসলাম রনি, এমদাদুর রহমান হীরন, গোলাম আল বেরুণী শুভ্র, তৌফিকুর রহমান, মেহেদী হাসান, হাফিজ মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মোহাম্মদ আলী উজ্জল, হাফিজ মাওলানা মাসরুফ আহমদ,হাফিজ মাওলানা এহসানুল হক, হাফিজ মাওলানা মাহদী হাসান প্রমুখ।