
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট শহরতলীর মেজরটিলা থেকে মো. আনছার আহম্মেদ নামের এক দূর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৯।
আটক আনছার মেজরটিলার সৈয়দপুর এলাকার ৪৬ নম্বর বাসার উনাই মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল মেজরটিলাস্থ গাছবাড়ী চুলাঘর দোকানের সামনে অভিযান চালায় বৃহস্পতিবার রাত সোয়া ১টায়।
এসময় একটি বিদেশী রিভলবার ও একটি গুলি এবং ৫৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।