
প্রেসবার্তা:: বিশ্ব মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদ সা.কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়েছে হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা পরগনাবাজারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বক্তারা।
মাওলানা নূরুল ইসলাম জুয়েলের পরিচালনায় ও ফাউন্ডেশনের সহ সভাপতি ফুরুক আল-মাহমুদ এর সভাপিত্বে বক্তব্য রাখেন-মাওলানা মুফতী নুর মোহাম্মদ নেহাল, হাফিয আরিফ বিল্লাহ, হাফিয নুমান, হাফিয এমরান আহমদ, মালানা আব্দুল আলীম, মাওলানা মুশাররফ হোছাইন, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।
মানবন্ধন শেষে ফ্রান্সের পতাকায় অগ্নিসংযোগ করেন বিক্ষোব্ধ তৌহিদী জনতা। পরিশেষে শায়খে বাঘা রহ. এর নাতি ও বাঘা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা যুবাইর আহমদ এর মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।