আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১০:০৩

রায়হান হত্যাকান্ড: মায়ের কাছে ক্ষমা চাইলেন নতুন পুলিশ কমিশনার, বললেন গ্রেফতার হবে জড়িত সবাইকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০, ১২:২৯ পূর্বাহ্ণ
রায়হান হত্যাকান্ড: মায়ের কাছে ক্ষমা চাইলেন নতুন পুলিশ কমিশনার, বললেন গ্রেফতার হবে জড়িত সবাইকে

সিলেটের বার্তা প্রতিবেদক::  সিলেট পৌঁছেই প্রথমে নগরীর আখালিয়াস্থ নেহারীপাড়ায় নিহত রায়হান উদ্দিনের বাসায় যান এসএমপির নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাইলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার নিশারুল আরিফ।বললেন, ‘আমি লজ্জিত, দুঃখিত।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রায়হানদের আখালিয়া নেহারিপাড়ার বাড়িতে গিয়ে এ কথা বলেন নবাগত এ পুলিশ কমিশনার।

রায়হান আহমদকে নির্যাতন ও হত্যার ঘটনায় সমালোচনার মুখে বিদায় নেওয়া কমিশনার গোলাম কিবরিয়ার স্থলে নতুন কমিশনার হিসেবে যোগদান করতে নিশারুল আরিফ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পৌঁছান। এর পর মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ছুটে যান রায়হানদের আখালিয়া নেহারিপাড়ার বাড়িতে যান।সেখানে নিশারুল আরিফ রায়হানের মা সালমা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রায়হানের ছোট মেয়েকে আদর করেন। এ সময় নতুন কমিশনার রায়হান হত্যায় মূল অভিযুক্ত এসআই আকবরকে গ্রেফতারের আশ্বাস দিয়ে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আকবরকে গ্রেফতার করা হবে।

নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ মঙ্গলবার রাতে রায়হানের বাড়িতে যাওয়ার আগে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

প্রসঙ্গত, রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পায় তদন্ত কমিটি।

এরপর বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন:  সিলেটে পর্দা উঠলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের

আর বহিষ্কারের পরপর গত ১৩ অক্টোবর থেকে লাপাত্তা হয়ে যান বরখাস্তকৃত এসআই আকবর। এরপরই পুলিশ কমিশনারের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে। শুরু হয় আলোচনা-সমালোচনা। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বদলী করা হয়।

একই আদেশে সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (এসএমপি) ক‌মিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশারুল আ‌রিফ।
এসএমপির নতুন কমিশনার নিশারুল আরিফ ২০১৯ সালের অক্টোবরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালীন সময়ে ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর ওই বছরের ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশারুল আরিফকে এসপিবিএনের উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১